৯-১০ সেপ্টেম্বর আসছে আইফোন ১৬!
আগামী ৯-১০ সেপ্টেম্বর সকালে ক্যালিফোর্নিয়া সদর দপ্তরে নতুন আইফোন উন্মোচন করতে যাচ্ছে অ্যাপল। এ দিনে উদ্বোধনী অনুষ্ঠানে নতুন নতুন ফিচার ও সেবা উপস্থাপন করা হলেও দুই দিনের যে কোনো এক দিনে আইফোন ১৬ ছাড়াও অ্যাপল ওয়াচ ও এয়ারপডসও উন্মোচন করা হতে পারে। নতুন সফটওয়্যার আপডেট নিয়ে আসতে পারে আইওএস ১৮। (সূত্র: ইনডিপেন্ডেন্ট)
নতুন পণ্যের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র থেকে অ্যাপল ইন্টেলিজেন্স’-এর ইঙ্গিত মিলেছে। এতে অ্যাপলের লোগো জুড়ে আরোর বিচ্ছুরিত আভা ও ঘূর্ণায়মান রং নতুন কিছুর ইঙ্গিত দিয়েছে।
এর ঘুর্ণায়মান রংগুলো থেকে অনুমান করা হচ্ছে, কোম্পানির নতুন ফোনের বাজার প্রচারণার কেন্দ্রীয় অংশজুড়ে থাকবে অ্যাপল ইন্টেলিজেন্স। এ মুহুর্তে কেবল আইফোন ১৫ প্রো ও প্রো ম্যাক্স মডেল থেকে এ ফিচারটিতে প্রবেশ করা যায়, তবে আইফোন ১৬’র নতুন লাইনআপের পুরোটা জুড়েই সম্ভবত বিভিন্ন নতুন টুলের ব্যবহার দেখা যাবে। এমনকি নতুন ফোনের জন্য বেশ কিছু ফিচারের ঘোষণাও আসতে পারে
ধারণা করা হচ্ছে, অনুষ্ঠানে উন্মোচন হতে যাওয়া আইফোন ১৬ চারটি সংস্করণে দেখা যাবে। সেগুলো হল, আইফোনের ‘প্রো’ এবং ‘নন-প্রো’ সংস্করণ ও এদের প্রতিটির আকারে তুলনামূলক বড় সংস্করণ। ইঙ্গিত মিলেছে, এদের নকশা প্রায় একই হলেও এর মধ্যে ‘প্রো’ মডেলের ডিসপ্লে হয়ত আকারে বড় এবং নন-প্রো মডেলে একটি ‘অ্যাকশন বাটন’ থাকবে, যা এখন শুধু আইফোনের ‘হাই-এন্ড’ মডেলগুলোতে ‘এক্সক্লুসিভ’ হিসেবে রয়েছে।







